Tumpa Toke Niye Brigade Jabo Lyrics (তোকে নিয়ে ব্রিগেড যাব টুম্পা) Song Bangla Hindi lyrics

Tumpa Toke Niye Brigade Jabo Lyrics (তোকে নিয়ে ব্রিগেড যাব টুম্পা) Song Bangla Hindi lyrics বাংলা ভাষায় সর্বশেষ গানের Latest Song Lyrics in Bengali - Movie, Hindi Song Lyrics in Bengaliসর্বশেষ বাংলা গানের লিরিক্স, বাংলা ফন্টের সাথে বাংলা গানের লিরিক্স, বাংলা ব্যান্ড গানের লিরিক্স, রবীন্দ্র সংগীত লিরিক্স পান - Get Latest Bengali Songs Lyrics, Bangla Songs Lyrics with Bangla Font, Bangla Band Songs Lyrics, Rabindra Sangeet Lyrics

Tumpa Toke Niye Brigade Jabo Lyrics (তোকে নিয়ে ব্রিগেড যাব টুম্পা) Song Bangla Hindi lyrics in English, Best hindi songs lyrics of all time, hindi songs lyrics in english, hindi song lyrics in bengali, and Bengali Songs lyrics

Image

Info

    soon

English lyrics

    soon

Youtube Video

Hindi lyrics

    soon

Bengali lyrics

      গতবারে ব্যালট খুলে

      টিপেছি জোড়া ফুলে

      ধুমাধুম ল্যাজটা তুলে

      নেচেছি সবটা ভুলে।

      ভেবেছি চাকরি পাবো

      বিয়েতে লোক খাওয়াবো.

      তারপর হঠাৎ দেখি

      ঘুষের টাকায় মন্ত্রী চলে,

      ববি খেলো স্যান্ডো পরে

      মুকুলের মির্জাপুরে

      শোভনের তোয়ালে জুড়ে

      কাল-বৈশাখির সুরে।

      মোদীজি ভীষণ রাগী

      তখন আমি ভেবেছিলাম,

      তারপর হঠাৎ দেখি

      সব চোরেরাই গোয়াল ঘরে

      [Bridge : 1]

      ও টুম্পা সোনা,

      কি বলবো মাইরি ?

      ওদের ভালোই সেটিং,

      মিসিং ডেলোর ডাইরি।

      অনেক ভেবে নিয়ে, শেষে বুঝলাম গিয়ে

      পিসির টালির চালের মালই পদ্মের জালে…..

      [Chorus ]

      টুম্পা,

      তোকে নিয়ে ব্রিগেডে যাবো

      টুম্পা,

      চেন ফ্লাগে মাঠ সাজাবো

      টুম্পা,

      ২৮শে তুলবো আওয়াজ

      টুম্পা,

      মোদি দিদি সব ভোগে যাক টুম্পা….

      [Rap Verse ]

      এই টুম্পা ব্রিগেড চল!

      টুম্পা দেখা তুনে খেল

      মোদী ক্যায়সে কিয়া ফেল

      কোহি পুছে তো কুছ উনকো কাভি

      লেকে চলা জেল!

      তবে এবার হবে মাত

      যারা জোগায় দেশের ভাত

      তারাই উল্টে দেবে গোদি

      হেরে ভূত হয়ে যাবে মোদী!

      বিজেমূল, ওরা সব বিজেমূল

      বিজেমূল! ওরা হলো বিজেমূল!

      [Verse-3 ]

      ভাইপো খাদের ধারে

      খাদানের বালি ঝাড়ে

      সোনা হলে গরুর দুধে

      বউ নিয়ে যায় পাচারে

      সামনের চৈত্র সেলে

      দিদি আছে দোকান খুলে

      চোর সাফ সুতরা হবে

      বিজেপি নিলেই পরে।

      [Bridge- 2]

      ও টুম্পা সনম

      খেলাম তোরই কসম

      ওদের গট আপ বাজির

      খেল করবোই খতম।

      এবার চাকরিটা চাই

      আমি ধরবো লাটাই

      তোকে করবো ঘুড়ি

      বাজবে বিয়ের সানাই!

      [Chorus ]

      টুম্পা,

      তোকে নিয়ে ব্রিগেডে যাবো

      টুম্পা,

      চেন ফ্লাগে মাঠ সাজাবো

      টুম্পা,

      ২৮শে তুলবো আওয়াজ

      টুম্পা,

      মোদি দিদি সব ভোগে যাক টুম্পা
Close Menu