ভাবিস কারে, খুঁজলি কারে
ভাবিস কারে, খুঁজলি কারে
ফেলিস চোখের জল,
কন্যে রে তোর মনের খবর বল
বল, কন্যে রে তোর মনের খবর বল।
মন পাখিটা উড়াইয়া দি চল ও..
মন পাখিটা উড়াইয়া দি চল, চল
কন্যে রে তোর মনের খবর বল
বল, কন্যে রে তোর মনের খবর বল।।
সোনাদানা, গয়নাগাটি
চাইনে রে মন, চাইরে খাঁটি,
ও.. সোনাদানা, গয়নাগাটি
চাইনে রে মন, চাইরে খাঁটি,
দুজনাতে হাত বাড়ায় দি চল
ও.. দুজনাতে হাত বাড়ায় দি চল
বল ..
কন্যে রে তোর মনের খবর বল
বল, কন্যে রে তোর মনের খবর বল,
ও.. মন পাখিটা উড়াইয়া দি চল
ও.. মন পাখিটা উড়াইয়া দি চল, বল
কন্যে রে তোর মনের খবর বল।।
আমার আকাশ কালো করে
কার বাড়ি দাও আলোয় ভরে?
ও.. আমার আকাশ কালো করে
কার বাড়ি দাও আলোয় ভরে?
কার বাসরে করিস সুখের ছল
ও.. কার বাসরে করিস সুখের ছল
বল ..
কন্যে রে তোর মনের খবর বল, বল
কন্যে রে তোর মনের খবর বল,
ও.. মন পাখিটা উড়াইয়া দি চল
ও.. মন পাখিটা উড়াইয়া দি চল, বল
কন্যে রে তোর মনের খবর বল, বল
কন্যে রে তোর মনের খবর বল।।