হোম Bengali জেলখানার চিঠি Jailkhanar Chithi Lyrics Shohortoli Band
জেলখানার চিঠি Jailkhanar Chithi Lyrics Shohortoli Band
জেলখানার চিঠি Jailkhanar Chithi Lyrics Shohortoli Band
বাংলা ভাষায় সর্বশেষ গানের Latest Song Lyrics in Bengali - Movie, Hindi Song Lyrics in Bengaliসর্বশেষ বাংলা গানের লিরিক্স, বাংলা ফন্টের সাথে বাংলা গানের লিরিক্স, বাংলা ব্যান্ড গানের লিরিক্স, রবীন্দ্র সংগীত লিরিক্স পান - Get Latest Bengali Songs Lyrics, Bangla Songs Lyrics with Bangla Font, Bangla Band Songs Lyrics, Rabindra Sangeet Lyrics
Info Song : Jail Khanar Chithi Band : Shohortoli Album : Borabor Shohortoli Composer : Mishu Lyricist : Tapan Mahmud Poem Written by : Nazim Hikmet Artwork by : Mehedi Hasan Ayon Animation & Editing : Zunaed Hossain Niloy
lyrics
কত দু:খ কত কষ্ট মিলে আছে নিরবতা অথবা সেই চোখে ছিলো মুক্তির গান প্লাবিত ভালোবাসায় পাগলপারা চরমপত্রের টান-টান উত্তেজনার বান। চোখে চোখ রেখে যুদ্ধে যাবো সেই বাঁধনের মতো খাঁমচে ধরবো, একাত্ম হও, তোমাতেই ফিরবো। মাথা আমার ব্যথায় টন্ টন্ করছে তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতি কালো ধোঁয়ার মত আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী, দড়ির এক প্রান্তে দোদুল্যমান শবদেহ আমার কাম্য নয় সেই মৃত্যু। যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। শুধু মাত্র এক অসমাপ্ত গানের বেদনা। তুমি আমার কোমলপ্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি, কেন যে তোমাকে লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায়, বিচার সবে মাত্র শুরু হয়েছে আর মানুষের মুন্ডুটা তো বোঁটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। তার মনে যেন সব সময় ফুর্তি থাকে। তোমার মতই রমনীয় হোক জীবন, আমার বন্ধু, আমার প্রিয়তমার মত। তুমি যেন মৃন্ময়ী বসন্ত, আমার প্রিয়তমা মাটিতে পিঠ রেখে দেখি আকাশকে আমি তোমাকে দেখছি প্রিয়তমা। নক্ষত্রের নিচে অগ্নিকুন্ডের মত জ্বালা তুমি আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি। আমার সংগ্রামকে আমি ভালবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে স্বপ্নাতুর চোখে আবেগ আর আন্দোলন সমুদ্র গভীর জনতার দাবী, কন্ঠের সন্তরণ সেলের দরোজা তালা বন্ধ হবে এক্ষুনি। বেঁচে থাকায় অনেক আশা, প্রিয়তমা কাল রাতে তোমাকে আমি স্বপ্ন দেখলাম কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মত ঘড়ির টিক্ টিক্ টিক্ টিক্ আওয়াজ, বাতাসে গুন্ গুন্ করছে মহাকাল আমার ক্যানারীর লাল একটি খাঁচায়, মাটির বুক চিরে উদগত অঙ্কুরের দুরন্ত কলরব আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে তোমার আদ্র ওষ্ঠাধর কম্পমান কিন্তু, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। আগামীর আমরা, বর্তমানে আছি সূর্যের একটা দিন আলোর হাতছানি, সুন্দরতম সূচনায় শেকলের মতো হাতে হাত আমাদের সব থেকে সুন্দর দিনগুলো মধুরতম যে কথা আমি তোমাকে বলতে চাই সে কথা, সে কথা আজও আমি বলি নি। আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন, সূর্যকে দশ-বার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারংবার সেই একই কথা বলছি, জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব সব তাদেরই জন্যে যারা নিরক্ষর, যারা শিক্ষিত যারা ধবংস করে, যারা সৃষ্টি করে কেবল তাদেরই জীবনবৃত্তান্ত শুধুমাত্র, শুধুমাত্র, কথার কথা কথার কথা, হা হা হা.. কথার কথা।
Lyrics in other langunge, If available -